মশাররফের স্মৃতিভূমি
মোস্তফা জামাল গুমুজি
লাহিনীপারার নিঝুম গাঁয়ে,
স্মৃতির আলো জ্বলে যে চাঁয়ে।
সেইখানে মশাররফ রয়,
সাহিত্যগাঁথা কথার বই।
কুমারখালীর বাতাস গুনগুন,
গল্প বলে তার অতীত শুন।
“বিষাদসিন্ধু”র কলম ধরি,
বাংলা সাহিত্যে দিলেন আঁকড়ি।
মাটির ঘ্রাণে মিশে আছে,
মীর মশাররফের কথা বাঁচে।
তার বাস্তুভিটে দাড়ালে চুপ,
শব্দেরা খেলে, গায় ছন্দরূপ।
গৌরব তার, গৌরব দেশের,
তারই গল্প বয় পদ্মার ঢেউয়ের।
লাহিনীপারার সেই মাটি,
বাংলার গর্ব, বাংলা জ্যোতি।
০৫ মার্চ ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal