টুরিস্ট পয়েন্টের বিকেল
মোস্তফা জামাল গুমুজি
লাহিনীপারার সেই পথ ধরে,
কুমারখালীর বাঁকে যে পড়ে।
এক টুকরো শান্তি, এক টুকরো ধুন,
টুরিস্ট পয়েন্টে বাজে মৃদু সুর।
পদ্মার হাওয়া ছুঁয়ে যায় গাল,
চায়ের কাপে গল্পের জাল।
রেস্টুরেন্টের আলোয় জমে আড্ডা,
হাসি আর স্মৃতির মিষ্টি বাঁধা।
কেউ আসে একা, কেউ বা দলে,
কেউবা স্বপ্ন বুনে নির্জনে বসে।
খাবারের স্বাদে, বাতাসের ছোঁয়ায়,
মন হারিয়ে যায় দূর অলকায়।
এইখানে কাটে সোনালি বিকেল,
স্মৃতির পাতায় লেখা থাকে একেল।
কুষ্টিয়ার কোলে, লাহিনীপারায়,
টুরিস্ট পয়েন্ট স্বপ্ন সাজায়।
০৫ মার্চ ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal