বইয়ের আলো
মোস্তফা জামাল গুমুজি
বই শুধু কাগজের পাতা নয়,
এটি এক নতুন পৃথিবীর দরজা।
প্রতিটি পৃষ্ঠায় লুকিয়ে থাকে,
জ্ঞান আর স্বপ্নের মহামূল্য খাজানা।
একেকটি বই একেকটি সম্ভাবনা,
আলোকিত পথের গল্প বলা।
যারা পড়ে, তারা এগিয়ে চলে,
অজানার জানালা খুলে চলে।
কিন্তু কতোজন পায় সে সুযোগ,
কতো মন থাকে আঁধারে রুদ্ধ?
যারা বইয়ের অভাবে পড়ে না,
জানার আনন্দ বুঝে না!
জ্ঞান কি শুধু কাগজে লেখা?
না কি এটি সবার অধিকার?
বইয়ের আলো পৌঁছে যাক,
হৃদয়ে জ্বলুক শিক্ষার আগুন।
০৫ মার্চ ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal