অভিমানী দৃষ্টি
মোস্তফা জামাল গুমুজি
অনেক আশা নিয়ে গিয়েছিলাম পার্কে,
তোমার একটুখানি চোখের spark-এ।
দেখবে বলে দাঁড়িয়ে রইলাম,
তুমি কি জানো, কতটা চাইলাম?
ফিরিয়ে নিলে না একটিবারও,
যেন চেনো না, যেন অচেনা রও।
দেখেও না দেখার সেই অভিনয়,
বুকে বিঁধলো নিঃশব্দ ব্যথার শলাকায়।
একসঙ্গে উঠেছিলাম ট্রেনের কামরায়,
তবু মন ছিলো যেন দুই প্রান্তের ছায়ায়।
মলিন মুখে ঘুরলাম দিকবিদিক,
তোমার চোখের ইশারা কি পেলাম ঠিক?
নীরবতা ছিলো এক চাপা শব্দ,
ভাঙলো না, এলোনা কোনো জবাব সদ্য।
ভিড়ের মাঝে একা হয়ে গেলাম,
তবু তোমার দৃষ্টি খুঁজতে রইলাম।
০৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal