মাতৃত্বের পরশ
মোস্তফা জামাল গুমুজি
মেয়ে ছিলো, স্বপ্নে ভরা,
আকাশ ছোঁয়ার আশা করা।
হঠাৎ এলো মাতৃত্ব বয়ে,
সবই গেলো বদলে যেয়ে।
একটি প্রাণ, একটুকু ধ্বনি,
মায়ের বুকেই প্রথম শুনি।
নিজের চেয়ে বড় যে ভালো,
সে যে মায়ের হৃদয় কালো।
রাতের নিদ্রা, দিনের ক্লান্তি,
সবই গায় স্নেহের গানটি।
মুখের হাসি, কষ্টের ছাপ,
মায়ের কাছে থাকে না চাপ।
পৃথিবীর কিছুই যায় না ছাড়া,
কিন্তু মা যে অটুট ধারা।
সন্তান তার হৃদয়ের ধন,
সাথে থাকে সারাক্ষণ।
০৩ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal