পুরুষের আকর্ষণ
মোস্তফা জামাল গুমুজি
পুরুষের হৃদয়ে জ্বলে যে শিখা,
সে শুধু দেহের নয়, প্রেমেরও টিকা।
যৌবনের বুনো হাওয়া বয়ে যায়,
তবু ভালোবাসায় সে মাথা নোয়ায়।
তার স্পর্শে যদি উষ্ণতা জাগে,
সে কি কেবলই শরীরের আগে?
প্রাণের গভীরে যে টান অনুভব,
সে তো প্রেমেরই এক অলিখিত প্রভব।
সে শ্রদ্ধা করে, সে আগলে রাখে,
কখনো নিঃশব্দে ভালোও বাসে।
তার আকর্ষণেই সৃষ্টি চিরদিন,
সে না থাকলে কি থাকতো জীবন?
সম্ভ্রম বোঝে, মর্যাদা জানে,
যৌনতা শুধু তার একখানা মানে?
প্রেমের দাবানল, সৃষ্টির ধারা,
সবই তো সে বয়ে চলে একসঙ্গে সারা।
০৩ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal