জ্ঞানই আলো
✍️ মোস্তফা জামাল গুমুজি
জীবনে কত বই পড়েছি,
কত শব্দ মন ভরেছে,
তবু সব কি মনে আছে?
নাকি কিছু জ্ঞান গেঁথে গেছে?
পৃথিবীর সবকিছু মেলে না,
সব প্রশ্নের উত্তরও মেলে না,
তবু চিন্তার আলো জ্বলে,
জীবন এগিয়ে চলে।
যেমন খাবার দেয় শক্তি,
তেমন জ্ঞান দেয় দৃষ্টি,
মনকে গড়ে তোলে নরম,
ভাবনার পথে শানিত করি ধরন।
প্রশ্ন নয় শুধু উত্তর পাওয়া,
প্রক্রিয়াটাই শেখার দাওয়া,
পড়ো, জানো, শেখো জীবন,
এতেই লুকিয়ে মুক্তির চিন্তন।
📅 ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal