শিক্ষার আলো
✍ মোস্তফা জামাল গুমুজি
বাবার জানাজা, নিঃশব্দ কান্না,
মনের ভেতরে ঝড় উঠা বেদনা।
তাকবীরের সাথে গড়িয়ে পড়ে,
চোখের জলে হৃদয় পোড়ে।
জীবন কাটালাম লেখাপড়ায়,
শত উপাধি নামের সাথে রয়।
কিন্তু বাবার শেষ বিদায়ে,
একটি দোয়া পড়তে না পাই।
এ কেমন শিক্ষা? কেমন জ্ঞান?
দ্বীনি শিক্ষা আজ যেন অপমান!
ডিগ্রি নিয়ে বড়ই হলাম,
কিন্তু ইসলাম ভুলেই গেলাম।
বাবা চলে গেলো, মন কাঁদে হায়!
সন্তান হয়েও করলাম বঞ্চনা তার।
দোয়ার বদলে শূন্য হাতে,
কেবলই কান্না ভাসে চোখের পাতায়।
ওগো অভিভাবক, শোনো কথা,
শুধু দুনিয়া নয়, আখিরাতও পাথেয় রাখো।
সন্তানদের দাও দ্বীনের শিক্ষা,
নইলে হবে শুধু বিষাদের কষ্টস্মৃতি।
📅 ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal