হাসিমুখের জয়
মোস্তফা জামাল গুমুজি
সব সমালোচনা হাসিমুখে নিলে,
দিনশেষে মানুষ শুধু মুখটাই দেখে।
কে কত ব্যথা পেয়েছে মনে,
সে গল্প হারায় কালের গহ্বরে।
তোমার চোখে জল ছিল কিনা,
সেটা কেউ রাখবে না মনে।
তোমার হাসির আলোই হবে,
সব স্মৃতির একমাত্র সেতু বন্ধনে।
তাই দুঃখ পেলেও ভেঙে যেও না,
হাসিমুখেই জীবন সাজাও সোনা।
দিনশেষে এটাই বেঁচে থাকবে,
তোমার হাসি, তোমার জয়গাথা।
তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal