ভোটের বাজার
মোস্তফা জামাল গুমুজি
নির্বাচন এক উৎসব, সাজে রঙিন পথ,
সংস্কারের নামে বাজে মিথ্যার শতশত শব্দ।
নতুন দল আসে, দেয় আশার গান,
জনগণ ভাবে—এবার বুঝি পাবো ন্যায়ের মান।
কিন্তু হায়! সেই তো রঙিন স্বপ্ন,
ভোটের আগে কথা, পরে সব নীরবতম।
একটা দাম ঠিক হলে বিক্রি হয় মন,
গরীবের ভাগ্যে থাকে শুধুই শূন্যতার ধ্বনন।
বেক্কল মানুষ সালা, ভাবে তারা জিতেছে,
আসলে খেলাটি আগেই ফাঁদে গেঁথেছে।
মাথা মোটা, নেচে-গেয়ে ভোট দিতে যায়,
পরে চোখ খুলে দেখে সব একই স্রোতে বই যায়।
ভাবছিলাম ফাটাকেষ্ট আসবে বুঝি,
বদলাবে সব, হবে নতুন কিছু সুখী।
কিন্তু হায়! নাটক একই দৃশ্যে যায় ফিরে,
ক্ষমতার মোড় নেয় সেই পুরনো পথে।
তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal