“তুই” শব্দে বন্ধুত্ব
মোস্তফা জামাল গুমুজি
বন্ধুত্বের “তুই” শব্দটায়,
সম্পর্কের গভীরতা ফুটে ওঠে।
ভদ্রতার “আপনি”-তে নয়,
আত্মার টান “তুই”-তেই থাকে।
“তুই কেমন আছিস?”—এ এক ডাক,
যেখানে মিশে থাকে নির্ভরতার স্বাদ।
ভালোবাসার বাঁধনে গাঁথা,
নির্ভেজাল এক বন্ধুর ভাষা।
ঝগড়ায় বলি, “তুই আর আমার না!”
কিন্তু মনে মনে থাকিস তুই সবার চেয়ে কাছা।
কষ্টে, সুখে, দুঃখের সন্ধিক্ষণে,
“তুই” ডাক দেয় আগল ভেঙে।
এই “তুই”-এর মাঝে লুকিয়ে থাকে,
বন্ধুত্বের এক চিরন্তন বাঁকে।
সময়ের স্রোত যতই যাক,
“তুই” থাকবে হৃদয়ের রাখ।
তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal