মায়ের লড়াই
মোস্তফা জামাল গুমুজি
পৃথিবী যাক অন্ধকারে,
নদী শুকাক, মরু বাড়ে।
তবু সন্তানের জন্য মা,
লড়ে যায় জীবনভর যে।
ক্ষুধার আগুন, দুঃখের ঢেউ,
সব সহ্য করে মা বেঁচে রই।
নিজে না খেয়ে হাসে তবু,
সন্তানের মুখে আলো ঝলমল হয়।
ঝড় এলে বুক পেতে দেয়,
তাপ এলে ছায়া হয়।
সব হারিয়ে নিঃস্ব হলেও,
মায়ের ভালোবাসা শেষ হয় না কভু।
হার মানে না, নত হয় না,
সন্তানের জন্য জীবন দেয়।
পৃথিবীতে যা-ই হোক না কেন,
মায়ের ভালোবাসা থামে না কভু।
তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal