ফাল্গুন
মোস্তফা জামাল গুমুজি
ফাল্গুন এলো রঙের মেলায়,
প্রকৃতি হাসে দুলে দুলে হাওয়ায়।
শিমুল-পলাশ জ্বলে আগুন,
বসন্ত গেয়ে যায় প্রেমের ফাগুন।
কোকিল গায় মিষ্টি সুরে,
মনের কোণে লাগে নূতন নূতন রূপে।
গাছের ডালে মুকুল ফোটে,
ভালোবাসা জাগে মনের ঠাঁইতে।
ফাগুন মানে উড়ন্ত রঙ,
প্রেমের আকাশ, ভালোবাসার ঢং।
হৃদয়ের মাঝে জ্বলে যে আলো,
বসন্ত আসে করে স্নিগ্ধ ভালো।
তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal