জেনে বুঝে কি কেউ বিষ খায়?
মোস্তফা জামাল গুমুজি
জেনে বুঝে কি কেউ বিষ খায়?
তবুও কিছু মানুষ হাসিমুখে চায়।
ভালোবাসার নামে, স্বপ্নের ফাঁদে,
নিজেই নিজেকে দেয় গুমরে কাঁদে।
আশার প্রদীপ নিভে গেলে,
অন্ধকারে ডুবে যায় মন।
কষ্টের স্রোতে ভেসে চলে,
জীবনটা হয় এক বিষাক্ত বরণ।
কেউ কি বোঝে, কেউ কি জানে,
কতটা যন্ত্রণা বুকের টানে?
জেনে শুনে বিষ গিলে ফেলি,
তবু ভালোবাসার গল্প বলি!
তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার