জীবন একটাই
মোস্তফা জামাল গুমুজি
জীবন একটাই, ফিরবে না আর,
সময় নষ্ট করা—বড়ই অবিচার।
যতটুকু পথ, যতটুকু ক্ষণ,
গুছিয়ে চলাই বুদ্ধিমানের চিন্তন।
অপেক্ষায় থেকে কাটে যে বেলা,
সেই তো হারে, হয় নিরবেলা।
যে সামনে চায়, স্বপ্ন আঁকে,
সফলতার পথ তারই ডাকে।
সুতরাং বন্ধু, জাগো আজই,
সময় গেলে ফিরে পাবে না কভুই।
জীবন একটাই, জানবে এটুকু,
বৃথা সময়ে মিলবে না সুখ।
তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার