ভালোবাসার মায়াজাল
মোস্তফা জামাল গুমুজি
পৃথিবীতে সবাইকে ভালোবাসা যায় না,
তবু কারো জন্য হৃদয় ব্যাকুল হয়ে থাকে।
যাকে ভালোবাসা যায়,
তার দূরত্বে মন বিষাদে ডুবে থাকে।
ভালোবাসা এক মায়ার বাঁধন,
যেখানে যুক্তি হারিয়ে যায়।
যে একবার এতে জড়িয়ে পড়ে,
সে আর কখনো ছুটতে পারে না।
দূরত্ব যতই বাড়ুক না কেন,
একটুখানি টান থেকেই যায়।
ভালোবাসা কেবল অনুভবে বাঁচে,
শরীর ছাড়লেও মন ছেড়ে যায় না।
তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার