রাতের আহ্বান
মোস্তফা জামাল গুমুজি
রাত হয়েছে অনেক দেরি,
তারা গুলো ঘুম পাড়ানি ফেরি।
চাঁদটি বলে, “এসো শুয়ে,
স্বপ্নেরা ডাকছে তোমার বুকে।”
হাওয়া গুনগুন গান শোনায়,
নিশীথ রাতে মায়া জড়ায়।
নিভে আসে বাতির আলো,
ঘুমের দেশে স্বপ্ন ভালো।
শান্ত নদীর ঢেউয়ের মতো,
মনটা যেন পড়ে থমকে।
রাতের কোলে রেখে সব ব্যথা,
চোখটি মেলবো নতুন প্রভাতে।
তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার