Posted on

ভালোবাসার এক কারণ

যে মানুষটা ভালোবাসে সত্যি,
সে হারিয়ে যায় না কভু—
বাতাস যতই বয়ে যাক,
থাকবে পাশে রোদ-ছায়ু।

শত কারণ যদি থাকে ছাড়ার,
তবুও সে ছাড়বে না হাত,
একটি কারণ খুঁজে নেবে,
যেখানে বাঁধা হৃদয়-পাত।

বদলে গেলে সময়-স্রোত,
মলিন হলে দিনের আলো,
তবু সে রাখবে হাতটি ধরে,
ভালোবাসা হবে না কালো।

কারণ ভালোবাসা শুধু নয়,
এটি এক অটুট বন্ধন,
যেখানে মিশে থাকে আশা,
আর ভালো রাখার চন্দন।

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments