রেললাইনের পাশ দিয়ে হাঁটি
রেললাইনের পাশ দিয়ে হাঁটি,
পড়ন্ত রোদ মাখে গাঁতি।
ধুলোমাখা হাওয়া বয়ে,
গল্প বলে ধানের কোলে।
আবছা মেঘের ছায়া পড়ে,
সোনালি কণা বাতাস ওড়ে।
শীতল শ্বাসে মাঠের গন্ধ,
জড়িয়ে ধরে আপন বন্দ।
রেলের শব্দ দূরে বাজে,
অজানা পথ ডাকে সাঝে।
হেঁটে চলি নিরব ছায়ায়,
স্বপ্ন জড়াই বিকেল হাওয়ায়।