নীল আর সবুজের গল্প
মোস্তফা জামাল গুমুজি
সবুজ আমি, নীল সে,
রঙের মাঝে প্রেমের শেষে।
আমি চাই নদীর তট,
সে চায় আকাশের অজস্র রথ।
সবুজে মিশে থাকে প্রাণের সুর,
নীলে আছে গভীরতা পুর।
আমি বনানীর ছায়ায় চলি,
সে মেঘের দেশে ডানা মেলে বলি।
একই গল্প, দুই রঙের ছোঁয়া,
ভালোবাসা বয়ে যায় নিরবধি মোহা।
সবুজ-নীলের মেলবন্ধন,
হৃদয়ে আঁকা ভালোবাসার পণ।
তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
#গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal