চড়ুই পাখির বন্ধু আমি
বারান্দাতে ছড়াই দানা,
চড়ুই আসে দলে দলে।
চঞ্চল পাখি ডাকে মিষ্টি,
আনন্দ ছড়ায় পাখার তলে।
তাদের জন্য রাখি পানি,
কখনো দিই নরম ভাত।
কাছে এলে ভরে মন,
ভালোবেসে গাই গান তাত।
নির্ভয়ে থাকুক ওরা পাশে,
পোষ মানুক ধীরে ধীরে।
ভালোবাসার বাঁধনে জড়িয়ে,
থাকবে ওরা হৃদয় জুড়ে।