সুযোগ
✍️মোছাঃ রহিমা খাতুন
ক্ষনিকের জন্য ফিরে যেতে দাও
কুড়িয়ে নিতে চাই
হারানো সময় গুলো।
আমাকে একটু সুযোগ দাও
শুধরে নিতে চাই
জিবনের করা ভূল গুলো।
এক টুকরো মেঘ দিতে পারবে?
নেতিয়ে পড়া গাছের জন্য
বৃষ্টি নামাবো অঝরে,
পুরনো বইয়ের ছেড়া পৃষ্টার অভিমান
ভাংগাবো নূতন করে সাজিয়ে।
দিবে কি সুযোগ আরেকবার?
আমি উঠে দাড়াবো আবার,
হাসবো প্রাণ খুলে
প্রকৃতির তালে গাইবো গান
উড়বো পাখির মত ডানা মেলে।
পাবো কি অন্ধকার রাতের শেষে
ভোরের সূর্যের দেখা
মুক্তি পাবে কি মোর আবেগী লেখা?
দাও আরেকটি বার সুযোগ
ভাংগা আমারে গড়বো নতুন করে
আবার জিবনে ছন্দ ফিরে আসুক।