আসেনি ফাগুন
✍️✍️মোছা: রহিমা খাতুন
১৪-০২-২০২৩ ইং রোজঃ মঙ্গলবার
কথা হয়নি সহস্র বছর
শুনিনি সেই নি:শ্বাস
চোখের পলকে যাচ্ছে প্রহর
হৃদয়ে বহে বিষাক্ত বাতাস।
ধরণীতে বসন্তের আগমন
চারিদিকে ফুলের গন্ধ
কোকিল খোজে প্রিয়জন
মোর লেখা আজো পায়নি ছন্দ।
কাটেনি যার ঝরা পাতার শীতকাল
কি করে আসিবে ফাগুন তাহার?
আসুক ফাগুন ফুটুক ফুল
কন্ঠে কোকিল তুলুক সুর।
রিক্ত আমি ভাংগা হৃদয়ে
খুজি জিবনের কূল
আসেনি ক্ষন শুষ্ক শীত বিদায়ের
জিবনের ফাগুনে আজো ফুটেনি ফুল।