আত্মদান
আমি আসিনি বন্ধু, আমার দু ঠোঁটে বাঁধিয়া রাখতে হাসি
যে বাঁশির সুরে হাসবে সবাই আমি সে বাঁশের বাঁশি।
আমি জগতের রূপ সুধা পানে ভরতে আসিনি প্রাণ
আমি আসিয়াছি সকলের তরে আমারে করতে দান।
আমি আসিয়াছি তোমারে সাজাতে কেবলি তোমার জন্য
আমার এ দান হাত পেতে নিয়ে করো হে আমায় ধন্য।
ফেরদৌস আহমেদ।