সেবা ঘর
✍️✍️লেখাঃ রহিমা খাতুন
📝চারিদিকে অন্ধকার পথ খুজে ক্লান্ত,
হতাশায় ডুবে যাচ্ছে জীবনের প্রান্ত,
আমি কান্না চোখে হাটছি পথ,
সত্যের পথ হতে যাবোনা খারাপ পথ।
হালাল উপার্জনে বাচতে চাই,
কাজের সন্ধানে সারাদিন দৌড়াই,
ছুটলাম কাছে ছিলো যত আপন পর,
ভালোবাসার হাত বাড়ালো সেবাঘর।
সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরেছি কত দ্বারে,
বেকারের বাজারে চাকরি মিলে নারে,
সেবাঘর এগিয়ে এলো হও উদ্দোক্তা,
সেবাঘর জানালো আমিও হতে পারি চাকরীদাতা।
থমকে যাওয়া সময় চলছে নতুন ভাবে,
এভাবেই সেবাঘর দাড়াচ্ছে বেকারের পাশে,
এগিয়ে যাও বহুদুর জ্বালিয়ে দাও আলো,
সেবাঘর তোমায় পেয়ে অসহায় পরিবার থাকুক ভালো।