আমার মন খারাপ
গ্রীষ্মের তপ্ত দুপুরের মত
আজ আমার মন খারাপ
বর্ষার সন্ধ্যাবেলার স্তব্ধ আকাশের মত
আজ আমার মন খারাপ
শরতের শুভ্র কাশফুল নুইয়ে পড়েছে
আজ আমার মন খারাপ
হেমন্ত কাটুক নিজের মত
কারন আজ আমার মন খারাপ
শীতের ঝরে পড়া পাতার সাথে মিতালি করেছি
আজ আমার মন খারাপ বলে
বসন্ত আসুক কিংবা চলে যাক
আমার যে আজ সত্যিই মন খারাপ
✍️✍️✍️রহিমা খাতুন