অনেক ই তো হল
-রহিমা খাতুন
অনেক ই তো হল
এবার না হয় একটু থেমে যাও
উড়িয়ে দাও স্তব্ধ বাক্যগুলো
প্রাণ খুলে হেসে নাও।
শত শত নির্ঘুম রাত
দীর্ঘশ্বাস ভরা তিমির বাট
দোর খুলে রাখো আসুক প্রভাত
সময় নিয়ে হোক শূন্যতা ভরাট ।
অপেক্ষায় কেটেছিল যত গোধূলি
পাওয়া না পাওয়ার অমিল লগ্ন
থামিয়ে দাও দিনগুলি
আমন্ত্রণ জানাও সপ্ন ।
সময় তো বহুবার করেছে আহবান
তবু কেন এত অবহেলা ?
নতুন করে জাগেনা প্রাণ?
হেলায় কাটছে বেলা ।
অনেক ই ত হল
কবে হবে অপেক্ষার প্রহর শেষ ?
কত বছর পেরিয়ে গেলো
ক্ষয়ে ক্ষয়ে ও হলনা তবু শেষ