সেই পড়ন্ত বিকেল
সেই পড়ন্ত বিকেল,
অনেকটা অদ্ভুত ভাবে এসেছিলো একটি পড়ন্ত বিকেল। দূরন্ত কিশোরীর ছুটাছুটি আর উড়ন্ত মনের অনেক কৌতুহল এর সমাপ্তি ঘটাতে তাকিয়ে ছিলাম নীল আকাশের পানে। ডুবে যাওয়ার আগ মূহুর্তের সূর্য টা ছিলো বড্ড অচেনা। তখন ও পড়ন্ত বিকেলের সূর্যের আভা ছুয়ে দিয়েছিলো সবুজ ঘাস। একটা অদ্ভুত দৃষ্টি পড়েছিলো নিজের অজান্তেই। বিদ্যুৎ চমকানোর আভাস পেয়েছিলাম তখন ই। অবশেষে বৃষ্টি এসেছিলো, দেখেছিলাম ঝড়ের তান্ডব, পুড়ে গেছিলাম বজ্রপাতের তাপে। আর এরই মাঝে কেটে গেছে হিসেবের বহুবছর। ক্ষত গুলো অক্ষত ১৩,,,,
পড়ন্ত বিকেলের সেই আধো সূর্যটা আজো আকাশে, তবে নেই শুধু দূরন্ত ছুটাছুটি আর উড়ন্ত মনের কাল্পনিক সব অভিলাষ,,,,,,
সুখহীন স্বপ্ন ভিখারিনী (মোছাঃ রহিমা খাতুন)