নারীর মর্যাদা
লেখায়:- ফেরদৌস আহমেদ
নারী মানে নারী-পুরুষ উভয় জাতির মা
নারী মানে সেই সে জাতি সবাই যাহার ছা।
নারী মানে দু তিন দিনের শিশুর মুখের দু*ধ
নারী মানে স্বপ্ন সুখের ঝলমলানো রোদ।
নারী মানে হাজার ভাইয়ের প্রাণের ছোট বোন
নারী মানে ভাইয়ের বুকে ফুল ফোটা ফাল্গুন।
নারী মানে যত্ন সেবা স্নেহ মায়ার চাদর
নারী মানে বড় বুনের শীতল করা আদর।
নারী মানে মায়ের মত সোহাগ করার ভাবি
নারী মানে যত্নে শুনা না বলা সব দাবি।
নারী মানে হাজার বধুর সঙ্গী ননদিনী
নারী মানে যাহার কাছে সবাই চিরঋণী।
নারী মানে আরেক নারীর প্রাণের যেঠুস জা
নারী মানে হাসপাতালের রোগীর সেবিকা।
নারী মানে মায়ের মতই আরেক মা বৌ মা
নারী মানে সে ছাড়া যার নেই কো তুলনা।
নারী মানে পিতার জাতের সাত শাসকের ধন
নারী মানে বাবার বুকের স্পন্দিত কম্পন।
নারী মানে রূপের সাগর মিষ্টি প্রেমের মৌ
নারী মানে জীবন চলার সঙ্গী প্রাণের বউ।
নারী মানে এক বয়সি ছোট ফুফু খালা
নারী মানে বহুরূপী এক মালতীর মালা।
নারী মানে ছোট্ট বেলার কাজের বুয়ার কোল
নারী মানে হাজার ঘ্রাণের এক নামি এক ফুল।
নারী মানে গান কবিতার ছন্দ এবং সুর
নারী মানে রূপের বাহক ফুল পরী ও হুর।
নারী মানে শুধুই নারী নাই তুলনা তার
নারী মানে যারে যারা ছাড়া ভুবন অন্ধকার।