গল্প ০৬
আমিঃ কি সমস্যা আপনার? কোথায় কষ্ট হয় বলেন?
রোগীঃ আমার হাটুর ব্যাথা মনে হয় হাড্ডি ক্ষয়ে গেছে আর ক্যালসাম শুকে গেছে, অপারেশন করা লাগবে।
আমিঃ জিবনে কি পড়লাম।
বিষয় গুলো মজার হলেও চরম কষ্টের। তবে অন্য কেউ এটা অনুধাবন করতে পারবেনা।এমন অনেক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় প্রতিদিন।রোগীকে বুঝিয়েও বুঝাতে পারিনা অনেক কিছুই।ডাক্তারি করাটা কঠিন তবে নিজের মেজাজ টাকে কন্ট্রোল করা ভীষণ কঠিন।নিজে না দেখলে বা নিজের সাথে না ঘটলে জিবনেও বিশ্বাস হতোনা।যে কেনো ডাক্তার দের মেজাজ খারাপ থাকে। (সবায় এক হয়না)।কেনো বাথরুমে গেছে?কেনো নাস্তা করছে?কেনো আসেনি?
এসব প্রশ্ন করার আগে ভাবেন।ডাক্তারের জীবনেও সমস্যা আছে।
যাইহোক ভুলে যাবেন না। ডাক্তারেরাও মানুষ।
-রহিমা খাতুন