মা ব্যাপার টা এমন অদ্ভুত
মা ব্যাপার টা এমন অদ্ভুত যা সত্যিই কল্পনায় ছিলোনা। অনেক কিছুই উপলব্ধি করতে পারি। পৃথিবীতে সবাই সবাইকে ছাড়তে পারলেও মা সন্তানকে ছাড়তে পারেনা। মাতৃত্বের দায়িত্ব মেয়ে থেকে মা বানিয়ে দেয়, বদলে দেয় হাজারো চিন্তাভাবনা।
ইচ্ছা পুরুন করবে আল্লাহ্ তায়ালা