Posted on

রোজার মানে

রোজা মানে উপোস নহে, আত্মসংবরণ
পাপের থেকে ফিরিয়ে রাখা হস্ত-পদ মন।

যেমন করে সারাটা দিন পেট টি থাকে খালি
তেমন খালি রাখতে হবে পাপের বান্ড থলি।

পাপের ডরে রোজা রাখি লই না খাবার মুখে
স্টার জলসা ঠিকই দেখি উপোস থেকে থেকে।

পান করে নেই পরপুরুষ আর নারীর রূপের সুধা
পরান ভরে মিটিয়ে নেই ঠিকই চোখের ক্ষুধা।

কাঠফাটা রোদ চরম তৃষ্ণা খাই না তবু পানি
ঘুষের জন্য বাড়িয়ে রাখি ঠিকই বাঁ হাত খানি।

বিনা দ্বিধায় ভুক্তভোগীর রক্ত চুষে চুষে
উপার্জনের ক্ষুধা মিটাই অভিশপ্ত ঘুষে।

উপোস থেকে দেহ পুড়াই করি ভাজা ভাজা
পরনিন্দায় ঠিকই রাখি জিহ্বা তরুতাজা ।

বলে বেড়াই দোষ করেছে কোন জনে কোন গাঁয়
গীবত পাপে পরান ভরি কুৎসা রটনায়।

জগতের পাপ দেহে ধরি পেটে উপবাস
রোজা তো নয় রোজার নামে চরম উপহাস।

রোজা রেখে আমরা যেমন খাই না খাবার কেহ
পাপের থেকে এমন উপোস রাখতে হবে দেহ।

উপোস মানেই রোজা নহে রোজা মানে ঢাল
রুখবে পাপের তরবারী তীর অস্ত্র বেসামাল।

ফেরদৌস আহমেদ।

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments