কোথায় মানবতা
ফেরদৌস আহমেদ
ওঠে অট্টালিকার শত তলা
অন্ধের বাটি থাকে খালি
সাগরের বুকে কত জল
পায় না তা কিনারার বালি।
কু*কুরের ঘরে পাকা চাল
ভেঙে পড়ে ফকিরের ঘর
কত জল বয়ে যায় নদী
দেখে কাঁদে যমুনার চর।
ডাস্টবিনে খাবারের স্তুপ
টুকাইয়ের পেটে নাই ভাত
দিনে জ্বলে ঝমকালো বাতি
আঁধারে কাঁদে কালো রাত।
জু*তা পায় প্রতিদিন কালী
জামা নেই অনাথের গায়
আকাশের এত এত মেঘ
পায় না তা মরু সাহারায়।
মধু সহ ঝরে যায় ফুল
অলি মরে ক্ষুধা বেদনায়
সমাজের যায় যায় হাল
মানবতা কাঁদে কবিতায়।