Posted on

জীবনের ঋণ

ফেরদৌস আহমেদ

আমি ঋণী চিরদিন আমি তার কাছে ঋণী
জীবনের এই দুর্গম পথের সঙ্গী হয়েছে যিনি।
মাঝপথে এসে খুলে দেখি আজ জীবনের অভিধান
লিখা আছে তাতে আমার সকল তাহারি প্রেমের দান।
তার দুটি ঠোঁটে ফুটিয়াছে যত হাসির পুষ্প তরু
ফুটিয়াছে সব ফুল পল্লবে রাঙাতে আমার মরু।
আমার সুখের খেদমতে সদা রেখেছে তাহার সুখ
আমার চোখের অশ্রু ঠেকাতে কেঁদেছে তাহার চোখ।
জীবনের ঝড়ে জীবন তরণী যতবার গেছে হেলে
দুঃসাহসীনি সাগরে নামিয়া দুহাতে ধরেছে ঠেলে।
অজস্রবার ডুবতে বসেছি ঝড়ের কবলে পড়ে
ডুবতে পারিনি ,কঠিন হস্তে রেখেছে সে হাল ধরে।
মাঝ দরিয়ায় উঠিয়াছে ঝড় দুর্গম কালো রাত
উঠে যত ঢেউ তত জোরে সেও ধরিয়া রেখেছে হাত।
আমারে রাঙ্গাতে কখন ও সে হাতে নিয়েছে ফুলের তোড়া
আমারে বাঁচাতে সে হাতে আবার নিয়েছে বিষের ছোড়া।
আমি ঋণী আজন্মকাল আমি তার কাছে ঋণী
সস্তা কাঁচের চুড়ি ও সে হাতে পরাতে পারিনি কিনি।

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
binance
binance
3 months ago

Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/de-CH/register?ref=UM6SMJM3

binance doporucení
binance doporucení
2 months ago

I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

binance'ye kaydolun
binance'ye kaydolun
1 month ago

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.