বৃক্ষের তরে
ফেরদৌস আহমেদ
ছন্দে ছন্দে বলি আমি গাছের যত কথা
কি উপকার করে গাছের ফুল ফল আর পাতা।
সবার আগে সবার প্রিয় লেবুর কথা কই
কেটে গেলে ফেটে গেলে খাইলে সুস্থ হই।
কালজিরা সব রোগের ঔষধ বলেনি এই কবি
বলে গেছেন মহামানব, প্রিয় বিশ্বনবী।
দূর্বা কিন্তু শুধুমাত্র গ*রুর খাবার নয়
কেটে গেলে বেটে দিলে রক্ত বন্ধ হয়।
সর্দি হলে তুলসী পাতার, রস বেটে খেলে
ভালো হয় জোয়ান বুড়ো ছোট মেয়ে ছেলে।
পেটের জন্য কাঁচা পেঁপের নাই কোন ভাই জুড়ি
থানকুনির রস পেটের পীড়ার ভীষণ উপকারী।
নারকেলের গুন খুঁজতে গিয়ে বেধে গেল গুল
পাইলাম শেষে নারিকেল তেল সুস্থ রাখে চুল।
গরমে প্রাণ ঠান্ডা করে রোগীর পত্য ডাব
জেলেদের জাল শক্ত করে নিজের কষে গাব।
মূত্রত্যাগের জ্বালাপোড়া কমায় পাথরকুচি
সবাই জানে আমলকি ফল মুখে আনে রুচি।
নিম পাতার গুণের কথা যায়না করা শেষ
চুলকানি যায় ছোট কৃমি মেরে করে শেষ।
আমলকি হরতকি বহেরা ত্রিফলা
হজম শক্তি বাড়ায় এবং কমায় মাথার জ্বালা।
ধান গম ভুট্টা কথা বলার দরকার নাই
সবাই জানেন বেঁচে থাকতে আমরা সবাই খাই।
ফুল ফল না থাকিলেও ছায়া বিলায় বট
সুগন্ধ আর সৌন্দর্যে ফুল রাঙায় হৃদয়পট।
সর্দি জ্বরের রোগীর পথ্য পাকা আনারস
টমেটোতে বিষন পুষ্টি আরো বানায় সস।
অল্প দামে কলা খাবেন বেশি পুষ্টির জন্য
হার্টের রোগীর সেবা দিয়ে অর্জুনের ছাল ধন্য।
আম জাম কাঁঠাল লিচু মৌসুমী সব ফল
খেলে পরে পরান জুরায় বাড়ায় গায়ের বল।
এছাড়াও আছে গাছের সম্মিলিত গুন
গাছের কাঠে জ্বালানি হয় রান্ধে মা ও বোন।
গাছের কাটে বাড়ি বানাই বানাই ফার্নিচার
গাছ ছারা অক্সিজেনের বিকল্প নাই আর।
সাধ্য কি আর শেষ করিব বৃক্ষের গুনগান
বৃক্ষচারা অচল জীবন অচল সবার প্রাণ।
চরণ ধরে বলি রে ভাই কবিতাটা পড়ে
গাছ লাগাবেন কমপক্ষে সবাই একটা করে।
“জায়গা নেই ভাই” এই অজুহাত তুলবে না কেউ ভাই
টবে কিম্বা ছাদে হলেও গাছ লাগানো চাই।