আমার এ দেশ
ফেরদৌস আহমেদ
আমার এ দেশ শাপলা শিমুল ঝুমকো জবা ফুলগুলির
আমার এ দেশ দোয়েল কোয়েল ময়না টিয়া বুলবুলির।
আমার এ দেশ গৌরী গড়াই হাজার হাজার নদনদীর
আমার এ দেশ ইলিশ বোয়াল ডানকানা আর কৈ পুঁটির।
আমার এ দেশ আম কাঁঠাল আর কুল পেয়ারা জামরুলের
আমার এ দেশ ভ্রমর অলি মৌমাছি আর ভিমরুলের।
আমার এ দেশ পটল আলু ঝিঙ্গে শসা পুঁইশাকের
আমার এ দেশ শিয়াল শকুন আর কাঠবিড়ালি গুইসাপের।
আমার এ দেশ মহিষ গরু হাঁস কবুতর ছাগলের
আমার এ দেশ ঘরবাড়িহীন পথের ধারের পাগলের।
আমার এ দেশ মাটির কবর অগ্নি শ্মশান কফিনের
আমার এদেশ ব্রাহ্ম ফাদার বৌদ্ধ ভিক্ষু মুমিনের।
আমার এ দেশ আল-কুরআনের আলেম হাফেজ কারীদের
আমার এ দেশ ইমাম ওলি হাক্কানী পীর মুরিদের।
আমার এদেশ নানান মিঠাই গোল্লা দধি চমচমের
আমার এ দেশ গরুর গাড়ি রিক্সা অটো টমটমের।
আমার এ দেশ ফুচকা আচার ঝাল মুড়ি আর চটপটির
আমার এ দেশ হাওয়াই মিঠাই আইসক্রিম আর কটকটির।
আমার এ দেশ রেশমি ফিতা আলতা নূপুর কাজলের
আমার এ দেশ কাঁচের চুড়ি রেশমি শাড়ির আঁচলের।
আমার এ দেশ দাড়িয়াবান্ধা গোল্লাছূট আর কুতকুতের
আমার এ দেশ গ্রামের মেলার বাঁশের বাঁশির পুতপুতের।
আমার এদেশ মধুসূদন শরত কাজী নজরুলের
আমার এ দেশ ভাসানি আর শেরে বাংলা ফজলুলের।
আমার এ দেশ মাল্লা মাঝি কামার কুমার কামলাদের
আমার এ দেশ ডাক্তার উকিল ব্যবসায়ী আর আমলাদের।
আমার এ দেশ ভুট্টা কলাই ধান সরিষা আঁখ পাটের
আমার এ দেশ শহর নগর গ্রামের খোলা মাঠ ঘাটের।
আমার এ দেশ উঁই ইদুর আর জোনাক ঝিঁঝিঁ পোকাদের
আমার এ দেশ বৃদ্ধ জোয়ান ছোট্ট খুকি খোকাদের।
আমার এ দেশ গাঁয়ের গিতি মুর্শিদি আর বাউল গানের
আমার এ দেশ ঘর ভরা সুখ গোলা ভরা চাউল ধানের
আমার এ দেশ কোরমা পোলাও ফিরনি পায়েস মাছ ভাতের
আমার এ দেশ ভর্তা ভাজি পান্তা নুন আর শাক পাতের।
আমার এ দেশ ছন্দ গান আর গল্প গজল কবিতার
আমার এ দেশ তোমার আমার আমাদের যা সবি তার।