এক মুঠো ভাত
শ্রাবনের ভরা নদী হেলে দুলে চলে
বাঁকা ঢেউ ডেকে কয় নেমে আয় জলে।
ডেকে কয় আয় খোকা নেমে আয় ওরে
দুরন্ত সাঁতরিয়ে মন নেবে ভরে।
এলোমেলো বায়ে লাল শাপলারা দুলে
দোলে দোলে বলে খোকা আয় নেবে তুলে।
কিনারায় ডানকানা কিলবিল করে
বলে এস আমাদের নিয়ে যাও ধরে।
ডানকান বাঁকা ঢেউ শাপলার ডাকে
মন চায় নেমে যেতে তটিনির বাঁকে।
মনের যে সুখেরা ছিল সুপ্ত শীতিল
নদীতে নামতে তারা ধরিল মিছিল।
নদীতে খেলার সুখের মধু আহ্বানে
পা দুটো ছুটে যায় তটিনির পানে।
যখন নদীর জলে ছুঁই ছুঁই পা
কেঁপে উঠে দু দিনের উপবাসী গা।
বিরহে কাঁপিয়া উঠে সাদা কাশবন
থেমে যায় বাঁকা ঢেউ পুবালি পবন।
থেমে যায় মনে উঠা সব কোলাহল
চোখে উঠে বেদনার ঘন নোনা জল।
ভরা নদী বয়ে যায় নিয়ে সব সুখ
তীরে বসে আমি শুধু মুছে যাই চোখ।
আমি আছি নদী আছে আছে তার জল
গায়ে শুধু নাই মোর খেলিবার বল।
হাত-পা অবশ অচল পেটে ভাত নাই
নদীর জলের খেলা হল না কো তাই।
আমাদের সুখ নেই প্রকৃতির হাতে
আমাদের সব সুখ এক মুঠো ভাতে।
ফেরদৌস আহমেদ