মুসলমানের প্রতি মুসলমানদের দয়া প্রসঙ্গে
২৮ (১) হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবন আস (রা) থেকে বর্ণিত –তিনি বলেন, রসুল (সা) বলেছেন, (পুরনাঙ্গ ) মুসলিম সে ব্যক্তি, যার জবান এবং হাত (এর সব রকম আক্রমন) থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির ঐ ব্যক্তি যে আল্লাহ্ যা নিষেধ করেছেন, তা পরিত্যাগ করে চলে।
আর তিরমিজি বর্ণায় আছে , প্রকৃত মুনিন সেই ব্যক্তি যার থেকে মানুষের জান, মাল নিরাপদ থাকে।(মিশকাত ১৫)
ফায়দাঃ ইমাম খাত্তাবি (রহ) বলেছেনঃ উত্তম মুসলমান ঐ ব্যক্তি যে, আল্লাহ্র হক আদায় করার পাশাপাশি বান্দার হকও আদায় করে। কার কার মতে যার মধ্যে সালামাত বা নিরাপদের গুণ আছে কিন্তু অন্যান্য গুণ নাই তাহলে কি সে পূর্ণাঙ্গ মুসলমান হবে ?
উত্তরঃ নিরাপদের গুণ থাকতে অন্যান্য গুনের সাথে। জবান থেকে নিরাপদ থাকতে হবে, এর মধ্যে গালি, অভিশাপ, নিন্দা গীবত, অপরাধ, ব্যঙ্গ- বিদ্রূপ সবই শামিল, জিহ্বাকে বিশেষভাবে উল্লেখ করার কারন হচ্ছে যে, এর দ্বারা কষ্ট দেয়া সহজ। অনেক সময় অস্ত্রের আঘাতের চেয়ে যবানের আঘাত বেশী কঠিন। যেমন কোন আরবি কবি বলেছেন—-
দাঁতের আঘাত জোড়া নেয়, কিন্তু যবানের আঘাত জোড়া নেয় না।
‘’টার হাত থেকে নিরাপদ থাকে’’। এর মধ্যে হাত দ্বারা কোন মানুষকে মারা, হত্যা করা, কোন কিছু ভেঙ্গে দেয়া অবৈধ জিনিষ লেখাসহ হাত দ্বারা যত ধরনের পাপের কাজ সম্পাদন করে, সবই এর অন্তর্ভুক্ত। কার মতে হাত দ্বারা সমুহ অঙ্গ প্রত্যঙ্গ উদ্দেশ্য। মুসলমানের কথা উল্লেখ করা হয়েছে যে, মুসলমানকে কষ্ট দেয়া থেকে নিরাপদে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যথায় কোন কাফির এমনকি কোন প্রাণীকে কষ্ট দেয়া জায়েয নেই। (ফতহুল বারী, তালাক, ফতহুল মুলহিম)