Posted on

প্রকৃতির প্রেম

বাংলার প্রকৃতির মৌ মৌ গন্ধে
মন আমার ভরে উঠে মধুমাখা ছন্দে।
যমুনার জলরাশি নেচে যায় রঙ্গে
দেহ মনে দোলা লাগে তাহার এ তরঙ্গে।
মন চায় জীবনের লেনাদেনা ফেলিয়া
যমুনার জল মাঝে গা ধরি মেলিয়া।
মন চায় ছুটে চলি অচেনা সে পন্থে
ঘন বন পেরিয়ে যে মিশেছে দিগন্তে।
ঝাউ বনে ঝাঁকে ঝাঁকে ডাকে পিক পাপিয়া
তারি কল কল্লোলে মন ওঠে কাঁপিয়া।
মন চায় জীবনের সব কাজ ফেলিয়া
পাখিদের সাথে সাথে গলা ধরি মেলিয়া।।
ফেরদৌস আহমেদ

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
GDIZ
9 months ago

Hi! Sorry i just curious, what template did you use for your website? I want to use it on my website at https://www.gdiz.eu.org