প্রকৃতির প্রেম
বাংলার প্রকৃতির মৌ মৌ গন্ধে
মন আমার ভরে উঠে মধুমাখা ছন্দে।
যমুনার জলরাশি নেচে যায় রঙ্গে
দেহ মনে দোলা লাগে তাহার এ তরঙ্গে।
মন চায় জীবনের লেনাদেনা ফেলিয়া
যমুনার জল মাঝে গা ধরি মেলিয়া।
মন চায় ছুটে চলি অচেনা সে পন্থে
ঘন বন পেরিয়ে যে মিশেছে দিগন্তে।
ঝাউ বনে ঝাঁকে ঝাঁকে ডাকে পিক পাপিয়া
তারি কল কল্লোলে মন ওঠে কাঁপিয়া।
মন চায় জীবনের সব কাজ ফেলিয়া
পাখিদের সাথে সাথে গলা ধরি মেলিয়া।।
ফেরদৌস আহমেদ