আমার সাধ
ফেরদৌস আহমেদ
মন চায় হয়ে যাই বাগানের ফুল
মালা হয়ে মানুষের গলে খাই দূল।
হাসিয়া ফুলের মত ঝরে ঝরে পড়ে
নিজেরে বিলিয়ে দেই সকলের তরে।
মন চায় হয়ে যাই প্রভাতের পাখি
সারাদিন ডালে বসে করি ডাকাডাকি।
পাখিদের মতো করে গেয়ে গেয়ে গান
সুরে সুরে ভরে দেই মানুষের প্রান।
মন চায় হয়ে যাই ভরা নদ নদী
বিনা লাভে বয়ে বয়ে চলি নিরবধি।
দু কুলে বিলিয়ে দিয়ে নয়নের জল
ফলাই সবার ক্ষেতে শস্য ফসল।
মন চায় হয়ে যাই গাছ তৃণলতা
আকাশে ছড়িয়ে দেই প্রশাখা ও পাতা।
সব রোদ আমি সয়ে ছায়া করি দান
ছায়া দিয়ে ভরে দেই পথিকের প্রাণ ।
মন চায় হয়ে যাই আসল মানুষ
মানুষের মত বুকে ধরি জ্ঞান হুশ।
মহা মনিষীর মত ভুলে নিজ কাজ
নিজেরে বিলিয়ে দিয়ে সাজাই সমাজ।