অপেক্ষা তার জন্যে
অপেক্ষা তার জন্যে করা ঠিক না, যে সময় থাকতে আপনাকে মুল্য দেয়নি। হয়তো দূর্ভাগ্য, সময় তাকে আপনার মুল্য বুঝতে দেয়নি বা ঠিক যে সময় বুঝেছিলো তখন অনেকটা দেরী হয়েছিলো। করার আর কিছুই ছিলোনা। সত্যি বলতে কিছু কিছু মানুষ ভাগ্যের কাছে সম্পূর্ণ বাজে ভাবে হেরে যায়। হতে পারে আপনাকে মুল্য না দেওয়া ব্যক্তিটি সেই দলের।
✍️✍️মোছাঃ রহিমা খাতুন