জীবন যেনো জেলখানা
প্রিয়: ফুল,পাখি,গাছ,প্রকৃতি,বই।
জানো,আজ আর আমার মন খারাপ প্রকাশের অনুমতি নেই। সেই দুরন্ত মন আজ সোনার শেকলে বন্দী। তোমার সাথে দেখা নেই, কথা নেই সহস্র বছর কেটে গেলো। বিশ্বাস করো আমার দম বন্ধ লাগে। দীর্ঘশ্বাস বুক চিড়ে বেরিয়ে আসতে চায়। কিন্তু, তুমি হয়তো জানোনা। আজকাল আমার কান্নার ও অনুমতি নেই। মুক্ত আকাশে উড়ে বেড়ানো সেই ছোট্ট দুটি ডানা, ভেংগে গেছে বড্ড অবহেলায়। একটা লোহার বাক্সে মুড়িয়ে রেখেছি ইচ্ছেগুলো। আমি প্রতিনিয়ত তিলে তিলে নিজেকে শেষ হতে দেখি প্রিয়। তোমার বিরহে জীবন যেনো জেলখানা।
✍️✍️মোছা:রহিমা খাতুন