এই তো জীবন
হেলে দুলে জীবন চলে
প্রেম-বিরহের দোলাচলে।
কভূ হাসি কভূ কাঁদি
বাঁধন কাটি আবার বাঁধি।
দু হাত ভরে স্বপ্ন কুড়াই
দুঃখ তাপে তারে পুড়াই।
একটু আলো একটু আঁধার
সুখের সাগর ব্যথার পাহাড়।
প্রিয় জনের মৃত্যু কাঁদায়
নতুন শিশুর জন্ম হাসায়।
প্রিয় মানুষ হারিয়ে যায়
নতুন আবার বাঁধে মায়ায়।
মন হারিয়ে মর্মাহত
তবু হারাই অবিরত।
বেঁচে থাকার লড়াই করি
মরতে গলাই লাগাই দড়ি।
আঘাত পেয়ে থমকে দাঁড়াই
ক্ষনিক পরেই সামনে বাড়াই।
দুঃখ দিয়ে করি কাতর
কভূ আবার নিজেই পাথর।
মুখে হাসি বুকে রোদন
এই তো জীবন এই তো জীবন।
ফেরদৌস আহমেদ।