আগমনের অপেক্ষা
📝আগমনের অপেক্ষায়
- ✍️মোছাঃ রহিমা খাতুন
অপেক্ষার প্রহর ফুরিয়ে যাবে
আসবে ছোট্ট সোনা
যার কান্নার বার্তা দিবে
খুশির ফোয়ারা।
হাসি দেখে ভরবে দু’চোখ
ছোট্ট হাতের ছোয়ায়
প্রাণ জুড়ানো সুখ
আয় সবার মাঝে।
মোদের ভালোবাসার ধন
কবিয়াদের মধ্যমনি
সবার ভীষণ আপনজন
সুন্দর হোক তোর জীবন।
আগমনের অপেক্ষায়
মন থেকে দোয়া
আয়রে বাবু আয়
মোদের হৃদয় আংগিনায়।