আমাকে বাধাঁ যায়না
📝আমাকে বাধাঁ যায়না
- ✍️✍️মোছাঃ রহিমা খাতুন
আমাকে বাধাঁ যায়না
আমি অদ্ভূত ভাবে কেটে ফেলি মায়া
কি করে বাধিবে মোরে?
ফেলিনা কোথাও নিজের ছায়া।
আমাকে বাধাঁ যায়না
আমি হারিয়ে খুজি অস্তিত্ব
ঠিকানা বিহীন যাযাবর হয়ে
ছুটে চলি দিক হতে দিগন্ত।
আমারে না,বাধাঁ যায়না
দেইনি কথা,করিনি ওয়াদা
ভাবিনি বাধাঁ পড়বো বৃত্তে
হাসিতে অভ্যস্ত ঠিকই, অনলে হৃদয় বাধাঁ।