মায়া
একা আসলাম পৃথিবীতে, আবার চলেও যাবো একা। মাঝে শুধুই মায়া, তাও মিথ্যা মায়া। কেনো জানিনা মিথ্যা মায়ায় জড়াতে ভালো লাগেনা একটুও। তবু নিয়মের কি অদ্ভুত বেড়াজাল। সত্যি বলতে আমি সম্পর্কে ভীষণ ভয় পাই। সত্যের খোলসে আবৃত কত মিথ্যা দেখেছি। তাই ভয় টা বড্ড বেশিই। বিশ্বাস টাও নিখোজ। মায়া বাড়িয়ে কি লাভ এ প্রশ্নের উত্তর অজানা।
✍️✍️রহিমা খাতুন