ফেরার ডাক
✍️✍️মোছাঃ রহিমা খাতুন
হয়তো তুমি জানবেনা
কতকাল হয়েছে পার
হয়নি সময় তবুও
তোমার ফেরার।
দিন গুনেছি মাস গুনেছি
কাটেনি প্রহর অপেক্ষার,
কতকাল হয়েছে পার
পাওনি সময় তুমি ফেরার।
ফুল গুলো সব শুখিয়ে গেছে
অভিমানে মন গেছে মরে,
পাখিগুলো সব ফিরে সন্ধ্যায়
আসোনি তুমি ফিরে।
কতকাল হয়েছে পার,
হয়নি সময় তোমার ফেরার।