বাংলার রূপ
ফেরদৌস আহমেদ
ও আমার বাংলা মাগো
তোমার ঐ অপরূপ রূপ ছবি
আমারে করেছে বাউল করেছে কবি।
ওমা তোর নদীর পাড়ের কদম হিজল তমাল তরুর শাখে
সকাল সাজে দোয়েল কোয়েল
সুমধুর সুরে ডাকা।
আষাঢ়ে ঝিঝি পোকার মিষ্টি মধুর তানে!
হয়ে যাই আউল বাউল
আবোল তাবোল
সুর জুড়ে দেই গানে।
শরতের পুবাল হাওয়ায়
দোল খেয়ে যায় কাশ খেয়ালের পাল
বাতাসে ভেসে বেড়াই
হু মৌ মৌ পবন গমন
রাগ রাগিনীর তাল।
সাঁঝে ওই মেঠো পথে
হাঁসের পাল আর গরুর রাখাল
ঘরে ফেরার রূপের ছবি!
গিয়েছে সুরের গীতি
ছন্দ প্রীতি
করেছে মৌন মাতাল
উদাস কবি ।
ও আমার বাংলা মা গো
তোমার এই অপরূপ রূপ ছবি
আমারে করেছে বাউল
করে করেছে কবি।