স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি
হৃদয় নিংড়ানো আবেগকে জুড়ে হাজারো নতুন স্বপ্নের গল্প সাজাই।
দিনশেষে ভেংগে যায় স্বপ্ন গুলো। থেমে যাওয়ার বদলে আবারো নতুন স্বপ্নের ছবি আকি।
এটাই জিবন, ছোট্ট জিবনে বেচে থাকার স্বপ্নটাই যে পুজি।
✍️✍️মোছাঃ রহিমা খাতুন
ইচ্ছা পুরুন করবে আল্লাহ্ তায়ালা
স্বপ্ন দেখি
✍️✍️মোছাঃ রহিমা খাতুন