রবের ভালোবাসায়
লিখাঃ মোছাঃ রহিমা খাতুন ২৭ ০১ ২০২২ ইং
আধার কেটে যাক
আলো ফুটুক সীমানায়
ভরে উঠুক জীবন
রবের ভালোবাসায়।
ক্লান্তি হতাশা আর মন খারাপ
পুষিয়ে রাখতে কে চায়?
পথ না হারিয়ে ফিরে আসো
লুটিয়ে পড়ো সিজদায়।
হৃদয়ের জড়তা ভেংগে দাও
জিকির থাকুক সকাল সন্ধায়।
ভরে উঠুক জীবন
মহান রবের ভালোবাসায়।